Your cart
  • IMG
    {{cart_item.variation_attribute_name}}:
    {{cart_item.item_unit}}: X {{ setCurrency(cart_item.price)}}=
    {{ setCurrency(cart_item.price*cart_item.quantity)}}
    Invalid quantity more than stock
Total :
{{setCurrency(cart.sub_total)}}
There is no item in the cart. If you want to buy, Please click here.

প্রাইসিং পলিসি

১. কওমি ওয়াল্ডের ওয়েব সাইটে থাকা সকল বই, প্রোডাক্ট বা সার্ভিসের দাম টাকায় প্রদর্শন করা হয়েছে।  আপনার লিস্টে যুক্ত করা সকল বই, প্রোডাক্ট বা সার্ভিসের দাম সর্বদা বর্তমান মূল্য অনুযায়ী হবে। অনুগ্রহ করে  মনে রাখবেন, আপনি কোনো বই, প্রোডাক্ট বা সার্ভিস লিস্টে যুক্ত করা মানে এমন নয় যে ঐ দামটি অপরবর্তনীয়। যদি লিস্টে থাকা অবস্থায় সাইটে বই, প্রোডাক্ট বা সার্ভিসের দাম পরিবর্তন করা হয়। তাহলে লিস্টে থাকা  পণ্যটিরও দাম পরিবর্তন হবে। পরিবর্তিত দামটি পূর্বের মূল্যের চেয়ে কমও হতে পারে, বেশিও হতে পারে।

২. আমাদের সাইটে থাকা বই, প্রোডাক্ট বা সার্ভিসের দাম সাধারণত সাপ্লায়ারের কাছ থেকে নেওয়া হয়। আমরা সর্বদাই চেষ্টা করি যেন পণ্যের বিক্রিত বা মুদ্রিত মূল্য সঠিক থাকে। অনেক প্রকাশক নিজেদের ক্যাটালগে বই বিক্রি করেন। এক্ষেত্রে বইয়ে মুদ্রিত মূল্য কম-বেশি হতে পারে। রিটেলার হিসেবে এগুলো নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে সম্ভব নয়।

৩. অনেক সময় এমন হতে পারে প্রকাশক বা সাপ্লায়ার প্রোডাক্ট বা সার্ভিসের মূল্য পরিবর্তন করেছে কিন্তু ওয়েব সাইটে মূল্য আপডেট করা হয়নি, এক্ষেত্রে পরিবর্তিত মূল্য জানানো হবে কাস্টমার চাইলে অর্ডার পরিবর্তন, পরিবর্ধন বা বাতিল করতে পারবে।

৪. লিস্টে যুক্ত করা বই, প্রোডাক্ট বা সার্ভিসের দাম সাধারণত ওয়েব সাইটে আপডেট করা থাকে এক্ষেত্রে কাস্টমারের দাম সম্পর্কে কোন প্রকার অভিযোগ থাকলে সতর্কতার সাথে অর্ডার দিতে হবে। 

Last Updated: [05-11-2024]