Or login
GoogleIf have no account, please create account
Or login
GoogleIf have no account, please create account
লেখক : মুফতী জাহিদুল ইসলাম
ক্যাটাগরি : বিষয় -> জুমুআর বয়ান ও মালফুজাত
ইসলাম ধর্ম যাদের আত্মার আত্মীয়, মানবতা ও জ্ঞানের সেবাই যাদের মৌলিক জীবনাদর্শ, তারা হচ্ছেন ওলামায়ে কেরাম। সঙ্গত কারণেই এই ওলামায়ে কেরামের দায়িত্ব থাকে বরকতময় জুমুআর দিনে মুসলিম উম্মাহ'র কানে জ্ঞান ও মানবতার বাণী পৌঁছে দেয়া। কুরআন ও হাদীসের ধ্বনি ঢেলে দেয়া। এই বাণী, এই ধ্বনি হয়ে ওঠে মুসলিমউম্মাহর একটি আদর্শ, তাদের জীবনের আলো। যে আলোর প্রয়োজন প্রত্যেক মানুষেরই। মুসলিমউম্মাহ তাদের জীবনের আলো গ্রহণ করে মসজিদের মিনারের ধ্বনি থেকে। এই ধ্বনি যদি হয় স্বচ্ছ, নির্মল তা হলে কঠিন জীবনও হয়ে ওঠে সহজ ও কোমল। জুমুআর দিনে আমরা যে প্রতিধ্বনিটি শুনতে পাই তা-ই খুতবা বা জুমুআর বয়ান ।
এই খুতবাই মানবজীবনে বিস্তর প্রভাব ফেলে। তাই খুতবা হওয়া চাই সাজানো-গোছানো ও সময়ের চাহিদা এবং প্রয়োজন পূরণে সহায়ক। সেই চাহিদার দিকে নজর রেখে লেখক লিখেছেন *জুমুআর বয়ানে সমকালীন বিশ্ব' নামের জনপ্রিয় অমূল্য বইটি । যে বই সময়ের কথা বলে, জীবনের আলো ছড়ায়। বইটিতে লেখক কুরআন ও হাদীসের আলোকে সমকালীন, প্রয়োজনীয়, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও আন্তর্জাতিক বিষয়গুলো আলোচনায় আনার চেষ্টা করেছেন। বইটিতে আকাঈদ, ইবাদত, মুয়ামালাত, মুয়াশারাত, আত্মশুদ্ধি ও সমকালীন নানান দিবস সম্পর্কে দলিলের আলোকে স্ব-বিস্তারে আলোচনা করা হয়েছে। বিস্তারিত আলোচনাগুলো সহজে আয়ত্বে আনার জন্যে ধারাবাহিকতার দিকে বিশেষ মিল রাখা হয়েছে। আকাবিরদের ইতিহাস ও তাফসীরের কিতাবাদী থেকে বহু শিক্ষণীয় ঘটনা আনা হয়েছে। বইটি অল্প সময়ে পাঠকমহলে ব্যাপক সাড়া জাগিয়েছে। যাৱাই বইটি দেখেছেন, পড়েছেন, অভিভূত ও বিমুগ্ধ হয়েছেন। এবার বাজারে এলো বইটির পরিমার্জিত ও হৃদয়গ্রাহী নতুন সংস্করণ ।
বইয়ের নাম | জুমুআর বয়ানে সমকালীন বিশ্ব-১ |
প্রকাশনা | আনোয়ার লাইব্রেরী |
লেখক | মুফতী জাহিদুল ইসলাম |
বাঁধাই | হার্ডকভার |
পৃষ্ঠা সংখ্যা | ৬৫৩ |
প্রথম প্রকাশ | ২০১৪ |
সংস্করণ/এডিশন | ২য়- ২০২১ |
ভাষা | বাংলা |
দেশ | বাংলাদেশ |
ISBN | 978-984-91035-8-5 |
মুফতী মুহাম্মদ জাহীদুল ইসলাম বাগেরহাট জেলার মোল্লাহাট থানাধীন উদয়পুর গ্রামে এক দ্বীনদার মুসলিম পরিবারে ১৯৬৭ সালের ২ ফেব্রুয়ারি জন্ম গ্রহণ করেন। স্থানীয় জামিয়া হালিমিয়া উদয়পুর মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা সমাপন করেন । অতঃপর ঢাকাস্থ মালিবাগ জামিয়া ও জামিয়া দীনিয়া শামসুল উলুমে হিফজসহ দরসে নিজামির মিশকাত জামাত পর্যন্ত লেখাপড়া করেন। ১৯৯২ সালে বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন জামিয়া মাদানিয়া বারিধারা থেকে ১ম শ্রেণিতে দাওয়ায়ে হাদীস পাশ করেন। ১৯৯৩-১৯৯৪ সালে উপমহাদেশের ইসলামী শিক্ষার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ দারুল উলূম দেওবন্দ হতে ১ম শ্রেণিতে দাওরায়ে হাদীস ও ইফতা'র সনদ লাভ করেন। দারুল উলূম দেওবন্দ থেকে প্রত্যাবর্তনের পর ১৯৯৫ সালে মৌলভীবাজার জেলার দারুল উলূম মাদরাসায় মুহাদ্দিস হিসেবে অধ্যাপনার কাজ শুরু করেন । ১৯৯৬ সাল থেকে অদ্যাবধি জামিয়া দীনিয়া শামসুল উলুম মতিঝিল ঢাকা-এর সিনিয়র মুহাদ্দিস ও বাসাবো বাগিচা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। - মুহাম্মদ মোস্তফা কামাল ব্যবস্থাপক, আনোয়ার লাইব্রেরী
পাঠকদের অভিমত জানুন