Or login
GoogleIf have no account, please create account
Or login
GoogleIf have no account, please create account
ক্যাটাগরি : কম্পিউটার কম্পোজ নুসখা -> শরহে জামী -> নফহাতুল আরব
বৈশিষ্ট্যাবলি
লেখক সম্পর্কে
তিনি হলেন এ‘জাজুল উলামা মুহাম্মদ ইযায ‘আলী বিন মুহাম্মদ মিজাজ’ আলী বিন হাসান আলী বিন খায়রুল্লাহ আল-আমরুহহী। তিনি ১৩০০ হিজরিতে বাদায়ুনে জন্ম গ্রহণ করেন। তিনি শায়খ কুতুবুদ-দীনের কাছে কুরআন কারীম অধ্যয়ন করেন এবং শরফুদ্দীন খানের কাছে কুরআন কারীম মুখস্থ করেন। তিনি তার বাবার কাছে ফারসি ও উর্দু ভাষার প্রাথমিক বইগুলো অধ্যয়ন করেন। অতঃপর তিনি জ্ঞান অন্বেষণের জন্য বিভিন্ন স্থানে যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরামের কাছে ভ্রমণ করেন। আর অবশেষে তিনি হযরত মাওলানা বশীর সাহেব ও মুফতি কেফায়েতুল্লাহ (র.)-এর পরামর্শক্রমে দেওবন্দে আসেন এবং তিনি দেওবন্দ বিশ্ববিদ্যালয়ের মুহতামিম হযরত মাওলানা হাফেজ আহমদের কাছে ‘হিদায়া’ এবং শায়খ মুহাম্মদ সাহুলের কাছে ‘মানতিক’ অধ্যয়ন করেন। অতঃপর তিনি সফরে যান এবং আবদুল মুমিন দেওবন্দীর কাছে আকায়েদ, মানকূলাত, ফালসাফা (দর্শন) শাস্ত্রের কিতাবাদি এবং বুখারী শরীফ ছাড়া সিহাহ সিত্তার অন্যান্য গ্রন্থগুলো অধ্যয়ন করেন। আর উস্তাদ মুহাম্মদ আশিক এলাহির কাছে اصولএবং عروض অধ্যয়ন করেন। অতঃপর তিনি দেওবন্দে ফিরে গিয়ে শায়খ মাহমূদ হাসান দেওবন্দী (র.)-এর নিকট সহীহ বুখারী, জামে তিরমিযী, সুনানে আবূ দাঊদ, হেদায়া আখেরাইন, তাফসীর, উসুলুত তাফসীর অধ্যয়ন করেন। তিনি ১৩৭৪ হিজরির ১৩ই রজব মৃত্যুবরণ করেন।
পাঠকদের অভিমত জানুন