Please give your mobile number and system will send a OTP SMS to that number.
Please give your email address and system will send a OTP email to that email address .
Please give your mobile number and system will send a SMS to that number.
If you have no account, Please create account
Please give your mobile number and system will send a OTP SMS to that number.
Please give your email address and system will send a OTP email to that email address .
Please give your mobile number and system will send a SMS to that number.
If you have no account, Please create account
লেখক : আয়িশা আল-হাজ্জার
ক্যাটাগরি : বিষয় > পরিবার ও প্যারেন্টিং
সারাংশ : আমাদের চিকিৎসকদের প্রায় কেউই সম্পূর্ণ প্রাকৃতিক প্রসব দেখেননি। কোনো রোগের প্যাথলজি বোঝার জন্য শরীরের স্বাভাবিক ফিজিওলজি বোঝাটা যেরকম গুরুত্বপূর্ণ, সেরকম লেবারকে তার নিজস্ব গতিতে এগোতে দিতে চাইলে এর প্রাকৃতিক ও আত্মিক দিকগুলো জানাও গুরুত্বপূর্ণ। আমরা যদি না-ই জানি লেবার পেইনের উদ্দেশ্য কী, কীভাবে ঔষধ ছাড়াই এই পেইনের মোকাবিলা করা সম্ভব, তাহলে আমাদের মায়েদের কীভাবে আমরা অনুপ্রাণিত করতে পারব!
" আমানি বার্থ "
এটা সর্বাগ্রে একজন হবু মাকে জানতে হবে, তেমনই জানতে হবে— প্রসব-সহযোগী হিসেবে তার স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যকে; এরপর তার অন্য সেবাপ্রদানকারীদের—যাদের মাঝে নার্স, মিডওয়াইফ, অবস্টেট্রিশিয়ান বা প্রসূতিবিদ ও শিশুচিকিৎসক-সহ সকলেই আছেন।
" আমানি বার্থ "
যদিও না জানার কারণে অনেক মেয়ের কাছেই লেবার পেইন একটা ভীতিকর ব্যাপার এবং তারা স্বেচ্ছায় সিজারিয়ান ডেলিভারির দিকে ঝুঁকে পড়ছে, তারপরও আমার দেখা অনেক হবু মা-ই এখন আগের চাইতে সচেতন। নরমাল ডেলিভারির প্রতি তারা অত্যন্ত আগ্রহী। তারা লেবার ও এর প্রিপারেশন সম্পর্কে জানতে চায়, নরমাল ডেলিভারি করাতে আগ্রহী—এমন প্রসব সহযোগীর খোঁজও করে। আমাদের দেশের পরিপ্রেক্ষিতে এই জানার ক্ষেত্রটা খুবই সীমিত। আমি বিশ্বাস করি, বাংলা ভাষায় বইটি এক্ষেত্রে একটি মাইলস্টোন হয়ে থাকবে।
~ ডা. ফাতেমা ইয়াসমিন
এফসিপিএস (অনস্টেট্রিক্স গাইনোকোলজি)
" আমানি বার্থ "
লেখক পরিচিতি:
আয়িশা আল-হাজ্জার একজন আমেরিকান, এবং আট ফুটফুটে সন্তানের জননী। ইসলাম গ্রহণ করে মিশরের আলেকজান্দ্রিয়ায় চলে আসার আগে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন হাসপাতালে প্রাকৃতিকভাবে ওনার পাঁচ সন্তানের জন্ম হয়েছিল। মিশরে অত্যন্ত ঝঞ্ঝাটপূর্ণ প্রসব পরিবেশে উনি প্রাকৃতিকভাবে ষষ্ঠ সন্তান প্রসব করেন। এরপর সৌদি আরবের জেদ্দায় ওনার সপ্তম সন্তানের জন্ম হয়। স্পষ্টতই উনাকে প্রাকৃতিকভাবে প্রসব করতে ‘দেওয়া’ হয়েছিল, কারণ উনি ছিলেন আমেরিকান এবং তৎক্ষণাৎই তিনি অনুভব করেছিলেন যে, মধ্যপ্রাচ্যে প্রাকৃতিক প্রসবের শিক্ষাদান ও এর স্বপক্ষে কাজ শুরু করা অত্যন্ত জরুরি।ওনার অষ্টম গর্ভাবস্থার সময় উনি আমেরিকা ফিরে গিয়ে ব্র্যাডলে মেথডের শিক্ষক, লেকচারার ও পেশাদার প্রসব সঙ্গী (দৌলা / Doula) হিসেবে প্রশিক্ষণ নেন এবং সার্টিফিকেট অর্জন করেন। এটা মিশর ও সৌদি আরবে ওনার কাজের ভিত্তি গড়ে দিয়েছিল। উনি সৌদি আরবের আল-বিদায়াহ সেন্টারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং UNICEF প্রোগ্রামে বুকের দুধ খাওয়ানোর পরামর্শদাতা হিসাবে প্রশিক্ষণ দিয়েছেন। তিনি সৌদি আরবের রিয়াদে Circle of Nurturing, একটি ‘মা থেকে মায়ের প্রতি বুকের দুধ খাওয়ানোতে সহায়তাকারী’ ইসলামিক গ্রুপের প্রতিষ্ঠাতা সদস্য। মিডওয়াইভস কলেজ অফ উতাহ থেকে তিনি মিডওয়াইফারিতে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জনের জন্য প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করেছেন এবং সৌদি আরবের কিং ফাহাদ মেডিক্যাল সিটি উইমেন্স স্পেশালাইজড হসপিটালে বিভিন্ন মিডওয়াইফের সাথে মিডওয়াইফ এপ্রেনটিস হিসাবে কাজ করে ওনার পড়াশোনার ক্লিনিক্যাল অংশটা শেষ করেছেন। উনি নর্থ আমেরিকান রেজিস্ট্রি অব মিডওয়াইভস (এনএআরএম)-এর সাথে সার্টিফিকেটধারী পেশাদার মিডওয়াইফ হিসাবে রেজিস্টার করেছেন। তিনি মিডওয়াইফ এপ্রেনটিস হিসাবে সানজি ব্ল্যাংকেনশিপ, চায়নার গুয়াংঝুতে ওয়াটার বার্থ গুরুর সাথে কাজ করেছেন, এবং মিশরের আলেকজান্দ্রিয়ায় ডা. হানা আবু কাসেমের সাথে অবস্টেট্রিশিয়ানের সহযোগী মিডওয়াইফ হিসাবে কাজ করেছেন।উনি আগ্রহী যে কাউকে প্রাকৃতিক সন্তান প্রসবের ওপর শিক্ষাদান করেন ও দৌলা হিসাবে সেবা প্রদান করেন।