Or login
GoogleIf have no account, please create account
Or login
GoogleIf have no account, please create account
ক্যাটাগরি : বিষয় -> সুন্নাহ
শরিয়ত, তরিকত, তাসাওউফ ও সুলুকের মূল রহস্য হলো নবীজির সুন্নাতের অনুসরণ। আল্লাহ তায়ালার নৈকট্য লাভের প্রথম ও শেষ সিঁড়ি হচ্ছে সুন্নাতের অনুসরণ। আল্লাহ তায়ালা বলেন, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, তাহলে আমার প্রিয় হাবিবের অনুসরণ করো। আর আমার নবীকে যদি অনুসরণ করো, তার ফল হলো, আমি তোমাদের ভালোবাসবো।হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহ. বলতেন, ‘আমাদের তরিকায় সহজেই আল্লাহ তায়ালার মারেফত হাসিল হয়। এর কারণ হলো, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করার প্রতি খুব বেশি জোর দেওয়া হয়।’নবী কারিম সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাতের অনুসরণ করতে আরিফ বিল্লাহ মাওলানা হাকিম মুহা্ম্মদ আখতার রহ. রচিত ‘নবীজির সুন্নাত’ বইটি হতে পারে আপনার উত্তমসঙ্গী।
পাঠকদের অভিমত জানুন