Or login
GoogleIf have no account, please create account
Or login
GoogleIf have no account, please create account
ক্যাটাগরি : কদিম নুসখা -> মেশকাত -> মিশকাতুল মাসাবীহ
সারাংশ :
এটাকে “মিশকাত শরীফ” ও বলা হয়। এ কিতাবটি সিহাহ সিত্তাসহ হাদীসের প্রায় সকল গ্রন্থের সারসংক্ষেপ হিসেবে গণ্য। হাদীসের প্রায় সকল কিতাব থেকে বিষয়ভিত্তিক কিছু কিছু হাদীস নিয়ে এ কিতাবটি সংকলন করা হয়েছে। প্রথমে এটি আবূ মুহাম্মদ হুসাইন ইবনে মাসউদ আল ফাররা আল বাগাভী (র.) কর্তৃক “মাসাবীহুস সুন্নাহ” নামে রচিত হয়। তবে তাতে রাবীর নাম, হাদীসের সূত্র এবং হাদীসের মান তথা সহীহ, হাসান জয়ীফ ইত্যাদি উল্লেখ ছিল না। তিনি তার কিতাবটিকে দুটি পরিচ্ছেদে সাজিয়ে ছিলেন। তার সংকলিত হাদীসের সংখ্যা ৪,৪৩৪টি। তবে এ গ্রন্থটির আরো সৌন্দর্য বৃদ্ধি করেন মাওলানা ওয়ালীউদ্দীন আল খতীব আত-তিবরীযি (র.)। তিনি নাম করণ করেন। “মিসবাতুল মাসাবীহ”। তিনি প্রতিটি অধ্যায়ে আরো একটি অনুচ্ছেদ যুক্ত করেন এবং সিহাহ সিত্তা ছাড়াও অন্যান্য হাদীসের কিতাব থেকে রাবীর নাম, হাদীসের সূত্র ও মান নির্ণয় সহ আরো কিছু হাদীস সংযোজন করেন। তাই বর্তমানে তার হাদীসের সংখ্যা ৫,৯৪৫টি। কওমী ও আলিয়াসহ অন্যান্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে এ কিতাবটি পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত।
শিক্ষার্থীদের কল্যাণে আমাদের সংযোজন-
ইলমে হাদীস ও মেশকাত শরীফ সম্পর্কে মুকাদ্দামা সংযোজন।
শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র.) রচিত মুকাদ্দামার তালীক প্রদান।
কিতাব, বাব ও হাদীসের নম্বর প্রদান।
পাঠকদের অভিমত জানুন