Your cart
There is no item in the cart. If you want to buy, Please click here.
pathagar program banner
আবদুস সাত্তার শায়খ
আবদুস সাত্তার শায়খ

বর্তমান আরব জাহানের খ্যাতিমান, প্রথিতযশা এক লেখকের নাম আব্দুস সাত্তার আশ-শায়খ। ১৯৫৫ খৃষ্টাব্দে তিনি সিরিয়ার দামেস্কে জন্মগ্রহণ করেন। প্রাথমিক পড়াশোনার পর ১৯৮০ সনে দামেস্ক ইউনিভার্সিটি থেকে বায়োলজি ও ২০০৩ সনে বৈরুতের ইমাম আওযায়ী কলেজ থেকে ইসলামী অনুষদে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তার শিক্ষকদের মধ্যে বিশিষ্ট ঐতিহাসিক মুহাম্মদ আলী দাওলাহ, ভাষাবিদ নায়েফ আব্বাস, ফকীহ মুহাম্মদ আসফার উল্লেখ্য। তিনি দীর্ঘ বত্রিশ বছর দুবাইয়ের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অধ্যাপনায় নিয়োজিত ছিলেন। এখন তিনি লেখালেখিসহ গবেষণামূলক কাজে সম্পুর্নরুপে নিজেকে ব্যস্ত রেখেছেন। ১৯৭৫ সন থেকেই তিনি দামেস্কের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান দারুল কলম-এর সম্পাদনা ও প্রকাশনা বিভাগে কাজ করে আসছেন। সীরাত-বিষয়ক তার সকল গ্রন্থই ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করেছে।

  • view 1 to 6 of 6 records