হযরত প্রফেসর মুহাম্মাদ হামীদুর রহমান দামাত বারাকাতুহুম (জন্ম : জানুয়ারি ১৯৩৮) বাংলাদেশের অন্যতম দ্বীনী ও ইলমী ব্যক্তিত্ব। তিনি হযরত মাওলানা মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুযুর রহ. ও মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রহ.-এর বিশিষ্ট খলীফা। চাকুরী-জীবনে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে দীর্ঘসময় শিক্ষকতা করেছেন। এখন সারা বাংলাদেশে মক্তব প্রতিষ্ঠা, ইসলাহী বয়ান ও বিভিন্ন দ্বীনী কর্মকাণ্ডে ব্যস্ত রয়েছেন।