এ প্রথিতযশা আলেম ২০১৫ সাল থেকে অদ্যবধি জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এর পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ২০২২ সাল থেকে বেগম বাজার শাহী মসজিদ ঢাকা-এর সম্মানিত খতিব। একইসঙ্গে জামেয়া মুহাম্মাদিয়া কেরানীগঞ্জ-এর মুহতামিম ও শায়খুল হাদীস। ২০১০ সাল থেকে জামেয়া হাকীমুল উম্মত ঢাকা-এ সিনিয়র মুহাদ্দিস হিসিবে কর্মরত রয়েছেন। ২০২২ সালে তিনি জামিয়া রব্বানিয়া বসুন্ধরা ঢাকা প্রতিষ্ঠা করেন। পাশাপাশি তিনি সাত রওজা মাদরাসায় শায়খুল হাদীস হিসেবেও দায়িত্ব পালন করছেন।