আল্লামা শায়খ মাহমূদ আল-মিসরী হাফিযাহুল্লাহ আধুনিক মুসলিম বিশ্বের এক উজ্জ্বল নক্ষত্র। মিসরের কায়রো শহরে ১৯৬২ সালে তার জন্ম। শিক্ষাজীবনে তিনি হিলওয়ান বিশ্ববিদ্যালয় থেকে সোস্যাল সার্ভিস বিষয়ে মাস্টার্স এবং কায়রোর প্রিজার ট্রেনিং ইনস্টিটিউট থেকে ইসলামিক সাইন্স বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন। তাঁর শিক্ষকদের মধ্যে শায়খ মুহাম্মাদ বিন সালিহ ও ড. মুহাম্মাদ বিন ইসমাইল আল-মুকাদ্দাম উল্লেখযোগ্য।