মাওলানা জুবায়ের হুসাইন ফয়জী। একজন বিজ্ঞ আলেম, লেখক ও গবেষক। দ্বীনী ও জাগতিক শিক্ষায় শিক্ষিত এক স্বপ্নচারী মানুষ। তিনি মানিকগঞ্জ পোড়রা মাদরাসা থেকে হিফজ, দারুল উলুম মঈনুল ইসলাম, হাটহাজারী থেকে দাওরায়ে হাদীস এবং জামিউল উলুম মাদরাসা, সাভার থেকে ইফতা সম্পন্ন করেন। এছাড়া আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল (হাদীস) এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ (অনার্স) ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি মানিকগঞ্জ পুলিশ লাইন্স জামে মসজিদের ইমাম ও খতীব এবং নূরে রওশন বালিকা মাদরাসার পরিচালকের দায়িত্ব পালন করছেন।