লেখক মাওলানা নিজাম উদ্দীন আশ্রাফী কুমিল্লা জেলার মুরাদ নগর থানার, ২০নং পাহাড়পুর ইউনিয়নের অন্তর্গত লক্ষীপূর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। শিক্ষা জীবন : লেখক মুরাদনগর থানার অন্তর্গত হাজারো আলেমের উস্তাদ আল্লামা মুফতী মুফিজুল ইসলাম দা.বা. কর্তৃক সুপ্রতিষ্ঠিত দক্ষিণ ছালিয়াকান্দি ফয়জুল উলুম মাদরাসা থেকে প্রাথমিক লেখাপড়া শেষ করে ঢাকা সাইনবোর্ড ঐতিহাসিক জামিয়া আশরাফীয়া মাদ্রাসায় ২০০৩ সালে ইবতেদায়ী (৫ম শ্রেণী) তে ভর্তি হয়ে ২০১১ সালে দাওরায়ে হাদীস (মাষ্টার্স) সম্পন্ন করেন । শিক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত দীর্ঘ ৯ বছর প্রিয় প্রতিষ্ঠানেই কৃতিত্বের সাথে সমাপন করেন। সুদীর্ঘ নয় বছর অধ্যাপনা, লেখালেখি, গবেষণা সহ সুন্দর হস্তলিপি প্রশিক্ষণ কাজে নিয়োজিত থাকেন। ১৪৪১ হিজরীর শাওয়াল মাসে প্রাণ প্রিয় ইসলামী বিদ্যাপিঠ, জামিয়া আশরাফিয়া মাদরাসায় শিক্ষকতা শুরু করেন এবং এখানেই কর্মরত আছেন। ছাত্রবেলা থেকেই হস্তলিপি সুন্দর করার প্রতি লেখকের আগ্রহ ছিল প্রবল। এবং তার থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্রসংখ্যাও অগণিত। তার হাতে গড়া ‘আল আশরাফ হস্তলিপি প্রশিক্ষণ একাডেমি ঢাকা' তারই মেহনতের প্রতিফসল । তার সহস্তে লিখিত অনুশীলন ও প্রশিক্ষণমূলক পুস্তিকার মধ্যে ‘খত্ত্বে নখ সুন্দর করার সহজ উপায়’, ‘বাংলা হস্তলিপি সুন্দর করার সহজ উপায়' এবং ‘ইংরেজী হস্তলিপি সুন্দর করার সহজ উপায়' বিশেষভাবে উল্লেখযোগ্য।