Or login
GoogleIf have no account, please create account
Or login
GoogleIf have no account, please create account
ক্যাটাগরি : কম্পিউটার কম্পোজ নুসখা -> শরহে বেকায়া -> নুরুল আনোয়ার কিতাবুল্লাহ
পরিচিতি
এ কিতাবটি মূলত আল-মানার কিতাবের ব্যাখ্যা। উসূলে ফিকহের উপর লিখিত এ অনন্য গ্রন্থটি বিশ্বের উলামায়ে কেরামের নিকট সমানভাবে সমাদৃত। এ গ্রন্থটি প্রণয়ন করেছেন আল্লামা আহমদ ইবনে সাঈদ মোল্লা জিউন (র.)। ফিকহের মাসআলার মান যাচাই করতে উসূলে ফিকহের কোনো বিকল্প নেই। মুজতাহিদ ফোকাহায়ে কেরাম নিজ নিজ ইজতেহাদ মোতাবেক বিভিন্ন মাসআলা বের করেছেন। আর ইজতেহাদী মাসায়েল বর্ণনা কোনো মূলনীতি ছাড়া সম্ভব নয়, তাই কওমী মাদরাসাসহ অন্যান্য দীনি প্রতিষ্ঠানে এ কিতাবটির গুরুত্ব অনেক বেশি। এটি সরকারি ও বেসরকারি মাদরাসা ও বিশ্ববিদ্যালয়সহ অনেক প্রতিষ্ঠানে পাঠ্য।
পাঠকদের অভিমত জানুন