Or login
GoogleIf have no account, please create account
Or login
GoogleIf have no account, please create account
ক্যাটাগরি : কদিম নুসখা -> জালালাইন -> তাফসীরে জালালাইন
এটি পবিত্র কুরআনের একেবারে সংক্ষিপ্ত একটি তাফসীর। যা মূলত পবিত্র কুরআনের আরবি ভাষা তরজমা। তবে লেখক কোনো কোনো স্থানে জটিল শব্দের তাহকীক তারকীব, সংক্ষেপে শানে নুযূল এবং সংশ্লিষ্ট ঘটনা উল্লেখ করেছেন। এ ব্যাখ্যা গ্রন্থটি এমন দুইজন ব্যক্তি লিখেছেন, যাদের উভয়ের উপাধি ছিল জালাল উদ্দীন। তাই এর নাম রাখা হয়েছে তাফসীরে জালালাইন। অনেক উলামায়ে কেরাম এ গ্রন্থটির ব্যাখ্যাগ্রন্থ ও টিকা লিখেছেন। তার মধ্যে জুমাল, জামালাইন, কামালাইন, মাজমাউল বাহরাইন ইত্যাদি প্রসিদ্ধ।
পাঠকদের অভিমত জানুন